শেষ রাতে আলো জ্বেলে যখন দেখবে
জোনাকি গুলো ঘুমিয়ে গেছে তখন বুঝবে জেগে
থেকে থেকে প্রেয়সী ক্লান্ত নয়নে তোমার অপেক্ষায়!
মোমবাতি গুলো নিভু নিভু তবু কষ্টের প্রহরের সাক্ষী
একটা ছোট্ট মিনতি যখন অভিমানের নরম রুমাল
তখন পিছন ফিরে আঁকাবাঁকা পথে রাখা পদচিহ্ন
অবহেলা নামক নীরবতা ধ্রুবতারার হাসিখুশি ছায়া!
বিচ্ছেদে ক্রমান্বয়ে তুমি আমি- আমি তুমি!
মৌনতায় কখনো হৃদয় নিঃসঙ্গ প্রজাপতি হয় না
একবার দু'বার ভালোবাসি পুব আকাশের চিত্রকল্প
যত্নে পোষা ডাকবাক্সে শ্যাওলা পরা হৃদয় খাম
ধুলোবালি জড়িয়ে স্থির বোকা মনের জীর্ণ বোতাম!
অলিখিত অশ্রু জল চকচকে নোনা দুঃখের ভোর
ছায়াপথ পেরিয়ে দু'হাতে জড়িয়ে নেয়ার বাসনা
কম্পিত সেতার দ্রুতলয়ে বেজে উঠে তবলার তান্ডবে!