দীর্ঘশ্বাস শুনতে চাওনা!

একাকী রাতের ও শব্দ থাকে
শেষ কবে ভালোবাসি বলেছো;
সময় তো হারায় না কেবল-
হারিয়ে যাচ্ছ তুমি এবেলায়!
সন্ধি করেছিলাম হৃদয়ের পত্রে,
যেখানে ভুলে যাবে এমন শব্দের-
প্রবেশাধিকার দেয়া ছিলো না,

তবু দিব্যি এই কথার রাজত্ব!!

শুকনো পাতা কেবল গুঁড়িয়েই যায়-
তাতে কোনো প্রাণ থাকেনা,
ইচ্ছে কি হয় না, নীল আকাশ মাঝে
একটা বিশাল শব্দ লিখি নিজের
মতো করে-ভালোবাসি!!

মরীচিকা শব্দটা বড্ড চেনা চেনা!

দুঃখটাকে ভুলতে গিয়েও পারিনা
এখন কেমন খুব আপন মনে হয়,
সুখের ছায়ায় মিশে থাকুক -
তোমার সন্ধ্যা রাত ভোর সারাবেলা;
আমি ডুবে যাই নিঃশব্দে নিকষ
কালো ঘুণ পোকার নির্জনতায়!!