ঘুমাও তুমি!
যতখানি ঘুম তোমার চোখে ঠিক ততখানি ঘুমাও!!
তুমিহীন প্রতিটি ভোর এখন বৃষ্টিহীন খরায় জ্বলছে
হিমু আজো খালি পায়ে অচেনা রাস্তার মাঝে বেখেয়ালি হেঁটে চলেছে,
হয়তো কোথাও শূন্যতা বারবার কাছে টানছে;
রুপার এলো চুলে আর হয় না প্রেমিকের দেয়া
গোলাপে জড়ানো ভালোবাসার খোঁপা!!
চোখ ভিজে যায় তবু তোমার ফেরার অপেক্ষার শেষ নেই;
এতোটা অভিমানে তুমি ছিলে,কখনো জানা হয়নি তোমার
জোৎস্না রাতের গুনগুন গানের স্বরলিপি!!!
চাঁদনী পসর রাতে তুমি কি এখনো প্রিয়তমার কণ্ঠে
নতুন গানের অপেক্ষায় থাকো-খুব জানতে ইচ্ছে হয়।