টেলিফোনটা বেজে যাচ্ছে
হয়তো অপেক্ষার ক্ষণ কথা বলবে
আজ বর্ষা ছিলো না তবে শীতলতার ছোঁয়া
এলোমেলো বাতাসে ঘরের পর্দা জুড়ে রংধনু
মনে চিন চিন সুখের ব্যথা অনুভূত বর্তমান
ফোনটা তুলতেই ওপাশ থেকে শুভ্র কন্ঠ
-কেমন আছো
(হৃদয় যেন এমন ক্ষণের প্রতীক্ষায়)
-ভালো আছি
-কি করছিলে
-বললে বিশ্বাস করবে?
-উত্তরটা আমিই বলবো নাকি
-তুমি কেমন করে জানবে আমি কি করছিলাম
-গানটার কথা মনে আছে
-কোন গানটা
-ঐ যে, চোখের আলোয় দেখেছিলেম, চোখের বাহিরে,
-হ্যাঁ, মনে আছে, কিন্তু এর সাথে আমি কি করছিলাম এর মিল কোথায়?
-তুমি আমাকেই ভাবছিলে!
-মোটেও না
-আমি কি মিথ্যে বললাম!
-তোমার কাছে লুকোনো যায় না
-কিছু বুঝতে পারছো
-কি
-তুমি-আমি মানে আমরা, দুজন দুজনকে অনুভবেও খুঁজে ফিরি!
-(কিছুক্ষণ চুপ) তুমি এতো গুছিয়ে বলে দাও, আমি শুনতে ব্যাকুল হয়ে থাকি।
-আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি তোমায়
-তোমার কন্ঠে রবীন্দ্রসংগীত যেন নতুনভাবে হৃদয় ছুঁয়ে যায়।
-খুব ভালোবাসতে ইচ্ছে করছে, ইচ্ছে করছে তোমার কপালে একটা জোৎস্নার টিপ পরিয়ে দেই, তোমার কানে শিউলি ফুলের দুল পরিয়ে দেই, ঠোঁট জুড়ে বর্ষা শেষের জলকণার শুভ্রতা এঁকে দেই,চুলগুলোতে ভালোবাসার স্পর্শ মেখে যাই, দুজনে হেঁটে যাই পথের পর পথ বাঁধাহীন ।
-থামলে কেন, আমি তো তোমার মন রাজ্যে সমর্পিত
-চোখটা বন্ধ করবে?
-হুম
-চোখগুলো ছুঁয়ে যাচ্ছি শিশির বিন্দু হয়ে,আলতো ছোঁয়ায় ছোঁয়ায় ভালোবাসার উষ্ণতা কপোল মাঝে।
-এমন ক্ষণ , বাহিরে কেমন মাতাল বর্ষা , মনে হচ্ছে তোমাকে-আমাকে ভিজিয়ে যাবে প্রেমী স্পর্শে।
-কি রঙের শাড়ি পরেছ?
-নীল শাড়ি লাল পাড়
-খুব দেখতে ইচ্ছে হচ্ছে
-আমি তো নয়ন মাঝেই!
-অপেক্ষাগুলো মাঝে মাঝে কেমন সোহাগের বৃত্তে ডুবে থাকে,তোমাকে দেখার ইচ্ছেকে প্রবল করে দিচ্ছে।
-তুমি কি আজ খুব বেশি
-কি? বলো
-না থাক
-বলবে না, কি বলতে চাইছিলে?
-তুমি কি আজ খুব বেশি ভালোবাসায় ডুবে আছো?
-প্রশ্ন কেন, তুমি কি এখনো বুঝতে পারোনি?মাঝে মাঝে তোমার যে কি হয়, সহজ কথা সহজে বুঝতে চাও না।
-সবটাই বুঝি,তবু তোমার মুখ থেকে খুব শুনতে ইচ্ছে হয়, তুমি আদর জড়ানো ফিসফিস কণ্ঠে বলে উঠবে-
ভালোবাসি, খুব ভালোবাসি, দু হাত বাড়িয়ে কাছে টেনে আলিঙ্গনে।
-ভালোবাসি, খুব ভালোবাসি আমার তুমিকে,
ভালোবাসি,খুব ভালোবাসি আমার মধ্যে তোমার অস্তিত্বকে, ভালোবাসি, কি ভীষণ ভালোবাসি তোমার হাসিমাখা ঐ মুখটাকে।
-অন্তর, এভাবেই মিশে থাকো তুমি আমার হৃদয় জুড়ে।
হঠাৎ দু তিনটে শব্দ করে ফোনটা কেটে গেলো।

**পরবর্তী পর্ব আসছে**