দুঃখ ভুলতে চেয়েছি যখন
তুমি বলেছিলে- দুঃখহীন কেমন জীবন,
সুখী হতে চাইছি এখন
তুমি বলে দিলে- একঘেয়েমি মনে হবে।
একান্তে থাকতে কাছে আসতেই
তুমি বলে যাচ্ছ- এভাবে জীবন চলে না,
দূরত্বে বসবাস এখন অথচ
তুমি বলে গেলে- এতোটা প্রয়োজন ছিলো না।
আলোতে হাঁটতে চাই বলেছিলাম
তুমি শুনেই উচ্চস্বরে- আলোহীন বেশ,
অন্ধকারে ভেসে যাবো এমন স্বপ্নে
তুমি ভাঙন হয়ে জানালে- সব লন্ডভন্ড হবে।
দ্বিধার রঙে রঙিন হই তাহলে
তুমি অনায়াসে বলে দিলে- এর নাম সম্পর্ক!
বিশ্বাসে নিঃশ্বাস বন্দি রাখতে ইচ্ছুক
তুমি চোখ রাঙিয়ে - এতোটা অন্ধ হলে বাঁচবে!
উষ্ণতা যখন আলিঙ্গনের ছায়া
তুমি অবলীলায় জানাচ্ছ- এ সব ই পাগলামি!
অবহেলা কি ভালোবাসার অংশ
তুমি রেগেই বলছো- তাহলে আর অপেক্ষা কেনো!
প্রতীক্ষা ভীষণ করে দুজনার বলতেই
তুমি একটু ভেবে- হুম তাহলে কাছাকাছির কি অর্থ!
কাছাকাছি যেনো স্বর্গসুখ বলতেই
তুমি হচকচিয়ে বললে- বেশি ভালোবাসা ভালো নয়!!!