গল্পটা পুরাতন,শুধু স্মৃতিগুলো বর্তমান!
একটা ঘর ছিলো-
কিছু ভালোলাগার নিজস্ব আলো ঘেরা,
যেখানে মন-পাখিরা রোজ শীষ দিয়ে যেতো।
কথা হতো দুজনার মাঝরাতের নিস্তব্ধতায়
চেয়ে থাকা অপলক যেন, এক রাজ্য সুখ!
আজ সেই ঘর জুড়ে শূন্যতার তৈলচিত্র-
এখনো অপেক্ষা করে সে রাতের মন-পাখিরা
যদি একবার আপন করা যেতো প্রেয়সীর মগ্নতা!
শুনেছি,তুমিও ভালো নেই; একাকী সারাবেলা!
খুলে রাখা দুয়ার তেমনি অপেক্ষায় রোজ
যেমন থাকতো ঘরে ফেরার।
পাশ বালিশ একাকী পড়ে রয় বেদনার কোলে!
অপ্রকাশিতই থেকে যায় চার দেয়ালের প্রেম
কখনো জানা হয় না দরজার ওপাশের রাত জাগা-
কান্নার প্রতি ফোঁটা অশ্রুর এক একটি দুঃখ কথন!!