অদম্য সাহস বুকে একটাই স্লোগান
রাষ্ট্রভাষা বাংলা চাই বাঁচার মতো বাঁচতে চাই
টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো
রাজপথ ভিজে গেছে রক্তের স্রোতে
ছড়িয়ে ছিটিয়ে পরে থাকলো ফ্যাস্টুনগুলো
রক্তে ভেজা শার্টের গায়ে বিজয়ের প্রতিচ্ছবি
কেড়ে নেয়া হলো নির্লজ্জতায় টগবগে তাজা প্রাণ
বলে গিয়েছিলো ফিরবে পরম মমতায় মায়ের বুকে
আদরে জড়িয়ে বলবে-"মা ওরা তোমার মুখের ভাষা-
কেড়ে নিতে পারেনি,আমি তোমার জন্য বাংলা এনেছি"
ক্রমশ এগিয়ে আসলো কয়েক জোড়া বুট,রাইফেল
সন্তান হারা মায়ের চিৎকারে প্রকম্পিত বাংলার আকাশ
মুহূর্তেই নিথর হয়ে গেলো পুব আকাশের লাল সূর্য
বায়ান্নর রক্তে রঞ্জিত আমার সোনার বাংলা!
বাংলাদেশ তুমি কেনো আজো আটকে আছো
শহীদ মিনারের মৃত বেদির নিস্তব্ধতার পরে
আজো ওরা হত্যা করে-আমাকে,তোমাকে,আমাদেরকে
সেদিনও হত্যা করেছিলো বায়ান্নর মধ্য দুপুরে নির্বিচারে
ওরাই আজো হত্যা করে নির্দ্বিধায় আমাদের অস্তিত্বকে
বায়ান্নর বলিদান কেনো শুধু একুশে বর্তমান
আজো কেন বারবার মৃত্যু হয় আমাদের চেতনার!