আসছে বৈশাখে তোমার নিমন্ত্রণ
ঘর সাজাবো তালপাতার পাখা দিয়ে
পথটা জুড়ে বিছিয়ে দেবো হাজার শিমুল
ইলিশ ভাজা ডাল ভুনা সাথে হরেক ভর্তা
সাজবো সাদা শাড়ি লাল পাড়ে
কানে পরবো সদ্য ফোঁটা দোলন চাপার দুল!
পায়ে জড়াবো রুপালি রঙের নুপুর
চোখ সাজবে কাজলের ছোঁয়ায়
ঠোঁট ছুঁয়ে থাকবে পলাশের ঘ্রাণ!!
আসছে বৈশাখে তোমার নিমন্ত্রণ
প্রথম প্রভাতের আধো আলোয় হাঁটবো দুজন
খালি পায়ে ভেজা পথে দূর থেকে দুরান্তে
হাত ভরা লাল চুরির রিনিঝিনি শব্দের ঝংকার
মুখোমুখি চেয়ে থাকার ক্ষণ হিল্লোলে চমকিত
কিছু বলবে ভেবেও বলছো না অনুভবে লুকোচুরি!!
আসছে বৈশাখে তোমার নিমন্ত্রণ
বিদায়ী সন্ধ্যায় কিছু পলাশের ফুল ঝরে পরবে
খোঁপা থেকে বেলি ফুলের মালা লুটিয়ে মাটিতে
এলো চুলে মুখ লুকাও ভালোবাসার জ্যোৎস্নায়
প্রতীক্ষার অনুভূতি ছুঁয়ে ছুঁয়ে সঞ্চারিত তোমাতে
আগামীর ভোর কেবল শিয়রের ঘ্রাণ নেয় উষ্ণতায়!!!