বাহিরে ঝুম বৃষ্টি,পাখির পালক ভেজা
এমন ই ক্ষণে মন ভিজে যায় বর্ষার জলে,
বাড়িয়ে দেয়া কাঁকন পরা হাতগুলো-
বর্ষা জলের পরশে সিক্ত!!
এই ক্ষণের সবটুকু তোমায় নিয়ে ভেজা পথে
বর্ষা জলের ফোঁটায় প্রকৃতি কেমন উল্লাসে
গাছের পাতায় ভালোবাসার রিমঝিম ঝলকানি
এক লহমা হারিয়ে যাই অন্তর ছুঁয়ে অন্তর খেয়ায়!!!
থেকে থেকে বিজলি চমকায় কম্পিত আকাশ তখন
খেয়ালের আড়ালে ভেজা ঘাসফুলের শুভ্র সোহাগ
আবেশীত শিহরণ কাছাকাছি পাশাপাশি মুগ্ধতার বর্ষণ
অঝর ধারায় ভিজে যায় অন্তর-দুয়ারের যাপিত সুখ !!!
#বৃষ্টি বাহিরে তাই কবিতা লেখার লোভ সামলাতে পারলাম না। লিখেই ফেললাম ... পড়বে কিন্তু!!