গল্প শোনানো এক পথিক ছিল
না জানিয়ে কোথায় গেল?
এসেছিল কোথা থেকে?
দূর আকাশে মিশে গেলো।
গল্প তার সন্ধ্যাতারার গল্পে ছায়াপথ,
বিশ্বজগৎ রসাতলে গল্পে রাজপথ।
গল্প শুরু ঘন্টা পাঁচেক  তবুও আরম্ভ,
সুখ যদি পায় গল্প বলে নেইকো তাতে দম্ভ।
গল্প তার মনের খোরাক সে মনের সুখে হাসে,
কন্সপিরেসি থিওরি সে বড্ড ভালোবাসে।
গল্পকথক গল্প বলে পেতো মনে সুখ,
সব সময় থাকতো তার হাসি ভরা মুখ।
একদিন,
চিরচেনা সে গল্পকথক হঠাৎ গল্প ছেড়ে দিলো।
শান্ত গলায় প্রতিত্তোরে হুমম, হা বলে গেলো।
তার গল্প হারিয়ে যাবে লেখা হবে না আর,
তার গল্প স্মরণ তোমরা করবে বারবার।