আকাশ আজ বড্ড কালো
মেঘেতে রোদ লুকালো
ঝটিকার শীতল হাওয়া
লাগে মোর বড্ড ভালো।
মেঘেরই গর্জনে তে
রিমঝিম বৃষ্টি এলো
সাথে ঐ বরফ শিলা
তছনছ শৈল ধরা।
প্রলয়ের প্লাবন এসে
সামান্য ক্রুদ্ধ হেসে
চালালো ধ্বংসলীলা
হলো সব বাস্তুহারা।
শান্তির নীড় খুঁজ পায়
ঐ যে দূর আকাশে
যেখানে কিরণ নিয়ে
দিবাকর মুচকি হাসে।