তিলে তিলে ফেটে পড়ে
বিন্দু বিন্দু ক্ষোভে মরে
হাত ছড়িয়ে দুবলা ঘাসে
মিলবো আজ দূর আকাশে।
কঠিন সব প্রশ্ন যত
জমতে থাকলো শত শত
যন্ত্রণা থেকে হব মুক্ত
তবে হৃদয় তো আজ রক্তাক্ত।