একলা একা নদীর পাড়ে
তোমার কথা ভাববো।
তোমায় নিয়ে লিখব গান,
নতুন কোনো কাব্য।

ভাবছো, এসব তোমার জন্য?
ভাবছো তুমি ঠিকই।
আমি তোমার অপেক্ষায় থাকি,
তোমার জন্য লিখি।

তোমার জন্য সারা বিকেল
উদাস দুপুর দিলাম,
আমি আজও তেমন আছি
আগে যেমন ছিলাম।

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে,
বিবর্ণ হয় তোমার ছবিটা।
আমি তোমার জন্য লিখলাম
এই তুমিহীনা কবিতা।

২৬.০১.২০২৩
রামপুরা, ঢাকা