যদি রাত শেষে না আসে ভোর,
লুটে নেয় বিপ্লব কেউ?
যদি তোমাকে মুছে দিতে চায়,
তোমার প্রতিবেশি ঢেউ?
কেউ কি আছো সতর্ক,
রাত নির্ঘুম পাহারায়?
হঠাৎ যদি জমে মেঘ,
খা খা মরু সাহারায়?
নাহয়,
রাত পোহালেই ভাঙবে ঘুম,
ভাঙবে তোমার তাসের দেশ।
তোমার গড়া স্বপ্নের পাহাড়,
তোমার হাতেই হবে শেষ!
১৩.০৮.২০২৪
হরিয়ানা, ভারত