এক চোখে যার দেশের মানুষ,
আরেক চোখে মুক্তি,
যিনি চেনালেন বিশ্বমানচিত্রকে
বাঙালির অন্তর্ভুক্তি ।
যিনি বারবার গর্জে ওঠেন
সাত মার্চের ভাষণে,
তিনি আজও কেঁপে ওঠেন বজ্রকণ্ঠে,
কজনই বা তা শোনে !
আজও তিনি স্বপ্ন আঁকেন সোনার বাংলার,
ডুকরে ওঠেন দেশের ভাগ্য দেখে,
ঘুরে বেড়ান পথে-প্রান্তরে, খুঁজে ফেরেন
কারা সেই বাঙালি,
যারা ‘শেখ’ থেকে শেখে ।