ঢল নেমেছে রাস্তায়,
প্রিয়ার অভিমানী চোখে,
শহুরে পাষাণ হৃদয়ে।
যেন হাজার বছরের সংগ্রাম শেষে
ঘরে ফিরছে বাস্তুহারা পথিকের কাফেলা।
ঘরের মানুষ ফিরছে, মানুষের ঘরে।
ফেরার সমুদ্রে বাড়ছে ঢেউ।
ঝড়ো হাওয়া শেষে ক্লান্ত পথিক ভাবে,
ঘরের মানুষ নেই যে ঘরে,
কে চায় ফিরতে সেখানে
এতো সংগ্রাম করে?
গতকাল কালবোশেখী ঝড়ে,
ডানা ভেঙেছে যে পাখিটির,
ভেঙেছে সম্বল ছোট্ট নীড়,
তাকে ঘরে ফেরাতে, এই জনসমুদ্রে,
কোথাও কি একফোঁটা জমবে শিশির?
কোথাও কি বিদ্রোহ করবে অভিমানের ভিড়?
০৯.০৪.২০২৪
টঙ্গী, গাজীপুর