কবিতা লিখি না কেনো?
আচ্ছা,কবিতা লিখবে কে বলো,
যখন প্রেমিকার ভালোবাসা পাওয়া যাবে চাইলেই...

কখনো প্রেয়সীর চোখে গভীর ভাবে তাকিয়েছ?
কি দেখেছো?
কি ভাবেই বা দেখবে,যখন তুমিই হারিয়ে যাবে..

তোমায় বরং সেই চোখের গল্প বলি,
কি ভয়ংকর শান্ত,অতল স্পর্শী সেই চোখ..
তবুও সেই চোখে তাকাতে পারেনি কবি।


তবে চেষ্টা করেনি তা নয়!
সাইক্লোন দেখেছো কখনো? অথবা সাইমুম ঝড়?
সেই চোখে তাকালে তাতেই লণ্ডভণ্ড হতো কবি