আমি এক নির্লজ্জ জঙ্গলের কথা বলছি..
যেখানে প্রতি মুহূর্তে হাতছানি দেয় মৃত্যু;
যেখানে বাস করে বিবেকহীন ইতর সব পশু
স্বাধীনতা যেখানে ক্ষমতাবান জানোয়ারদের অধিকার।
নিরীহ জানোয়ারগুলো চায় জঙ্গল ছেড়ে পালাতে,
কিন্তু পারেনা।
কেউবা সুযোগের অভাবে,কেউ বা মাটির টানে।
আমি এক অভিশপ্ত জঙ্গলের কথা বলছি..
যেখানে হতাশাগ্রস্ত পশুগুলো প্রতিমুহূর্তে কামনা করে মৃত্যুর,
কিন্তু আফসোস!
তাদের এই ইচ্ছাটাও পূর্ণ হয়না।
আমি এক বিষাক্ত জঙ্গলের কথা বলছি..
আমি সেখানকার মাফিয়াতন্ত্রের যাঁতা কলে পিষ্ট পশুদের কথা বলছি,
যারা ক্ষণে ক্ষণে উষ্ণ দ্বীর্ঘশ্বাস ছাড়ে,
আর এই নিকৃষ্ট জীবনের অবসানের প্রতীক্ষা করে।