প্রেমিকা,
তুমি সিগারেট হলেনা ক্যানো..!!
প্রতি চুম্বনে তোমাকে পুড়িয়ে আত্মতৃপ্তি পেতাম।
বা তুমি হেডফোন হলেও মন্দ হতো না। ততক্ষণ পর্যন্ত বাজতে যতক্ষণ না অন্তঃকর্ণের স্নায়ু মস্তিষ্ক থেকে ছিরে গিয়ে হৃদপিন্ডের সাথে যোড়া না লাগে।
একটি সুসংবাদ আছে জানো,
এই জন্মের শেষের দিকে সিগারেট খাওয়া শিখতে হবে। কারণ, পরের জনমে যে তোমার কৃষ্ণচূড়া হয়ে জন্মাবার কথা ছিলো..!! তা এক প্রেমিকের হৃদয়ছেড়া আবেদনে বিধাতা নাকচ করেছেন। শুনেছি, পরের জন্মে তোমার ঘর হবে একটি লালরঙা সিগারেটের প্যাকেটে।
এ জন্মে না পেলেও সে জন্মে ছিনিয়ে নিবো।