সপ্ন সিড়িঁ
তানভীর হোসেন খান
তোমাকে দেখার আয়োজন আমার বহুদিনের
এ গলি, ও গলি ঘুরে তোমার ঠিকানায় কত ছুটেছি
শতরঞ্জি ব্যবসায়ীদের মতো কত দুয়ারে ঘুরেছি
যদি তুমি নিতে আসো
শীতল পাটির ছোয়াঁ।
তোমাকে দেখার চেষ্টা আমি আগেও করেছিলাম
ভর-দুপুরে; বৃষ্টিন্সাত দিনে
মেঘের লুকোচুড়ি খেলায়- সূর্যের অভিমানে।
তুমি হয়তো আসতে চাওনি
আমাকে ভিজিয়ে দেবার আশায়।
তোমার এলেবেলে চুল সপ্নের সিড়িঁর মতো
আমায় পথ দেখায়।
জ্যোৎস্না রাতে আমি
প্রহর গুনি-
তোমার নিশিকাব্য শোনার।
০৭-০৫-২০০৭।