এভাবেই ফিরে আসো কার্তিকের
অভাগা বৃষ্টির মত, হঠাৎ এসে
হঠাৎ চলে যাও- আমাকে মরা নদীর মত ফেলে।
এভাবে কেন আসো?
গায়ে শিহরন জাগানো মৃদু বাতাসের মত
ফের চলে যাও, ক্লান্ত শিউলি ফুলের মত
আমাকে ঝরিয়ে যাও।
শেষবার তুমি আসলে-
লক্ষী পূজোর এক বাক্স প্রসাদ হয়ে।
অতৃপ্ত মিষ্টির স্বাদ দিয়ে তুমি চলে গেলে,
আমাকে খালি বাক্সটার মত ফেলে।
তুমি কেন আসো?