স্বর্গে যেতে চাই না,
আমার পূণ্য গুলো তোমায় ধার দিলাম-
তুমি একলাই স্নিগ্ধতা নিও, এই পৃথিবীর-
আমি আর আমার হাসিমুখটাও চাই না।
যে অংকে তুমি হারালে আমায়
আমি তো হারিনি, তোমার গুনতিতে ছিলো ভুল-
হয়ে ভুলে ভরা হিসেবে খাতা,
ঠিক হতেও চাই না একচুল।
আমি স্তব্ধ থাকতে চাই, তুমি মাড়িয়ে যাও আমায়-
মৃত সব সুগন্ধি ফুলের মত-
তোমার মত দেবীর দরকার নেই,
আমি স্বর্গে যেতে চাই না-
থাকবো যত অভিশাপ নিয়ে, তোমার চোঁখের সামনে-
কয়েকটা বুলি শেখা- রক্তাক্ত শকুনের মত।