আমার দুইটা চোঁখ চাই,
কাজল দিয়ে ফ্রেম করা,
যেই চোঁখে চোঁখ রেখে
আজীবন চলবে ঝগড়া করা।
নেইলপলিশে আঁকা কয়টা
টিংটিঙে আঙুল চাই,
যে আঙুলের ফাঁকে আটকে থাকবে
আমার দুর্বল স্নায়ুর কড়া।
আমরা কোঁকড়ানো চুল চাই
বাতাসে যেন এলোমেলো উড়ে
আমার একটা মানুষ চাই
যে আমার মধ্যে ঘুরে।
আমার কিছু শব্দ চাই
যে কেবল আমার জন্য গড়ে
পাই না, পাই না বলেই মানুষটা-
অদৃশ্যে যাচ্ছে মরে।
মেয়ে মানুষে কত রঙ,
আমার একটা নীল রঙের টিপ চাই-
ঘুমের মধ্যে হাত বাড়িয়ে হাতটা ধরি
জেগে উঠলে কেন নাই?
আমার ভীষন একা লাগে
আমি অনেক অবাক হই,
পৃথিবীতে হাজার কোটি মানুষ
আমি কারোরই নই!