একটা রঙিন চশমা পরার শখ ছিলো
শখ ছিলো বাইক চালাবো কালো রঙের
ইচ্ছে ছিলো বড় বড় চুল রাখার
আরো বড় ইচ্ছে হলো- যতসব নিয়ম ভঙ্গের
আর্টিস্ট হবো, একটা অ্যাকোস্টিক গিটার নিবো
ঘুরবো লোকালয়, বন- বাদাড়, পাহাড়ে
সাগর পাড়ে ডেরা বাঁধবো
আমার কত শখ, কত ইচ্ছে- আহা রে
একবার শখ হলো মাস্তান হবো
অনেকটা গরিবের রবিনহুডের মত
আবার মনে হল- রাজনীতি করি, নেতা হবো
পরে ভাবলাম, এসব ছাইপাশ যত
একদিন শখ হলো প্রেমিক হবো
মানুষ পাইনি, চলছে আমার ইচ্ছের সাথে প্রেম
আমার কোন ইচ্ছে, শখই পূরন হয়নি
জীবনটা যেন সাপ-লুডুর বিচিত্র এক গেম