ভেবে ক্ষান্তি দিলাম
এই বুঝি সব চুকিয়ে গেল;
কথা ফুরোলো, আলাপ ফুরোলো
সব ছাড়িয়ে আমি অন্য জগতে;
এখানকার আকাশে চাঁদ উঠেনা।
এখন আর যাত্রাপথে
সম্মোহনী হাসির সম্মুখীন হইনা।
চোখের উপরিপাতনও আর হইনা।
বাঁকা হয়না ঠোঁটের কোণ।
তবুও এসব ছাড়াই চলছিলো জীবন,
পালে হাওয়া লাগা
নৌকার মতোই বয়ে যাচ্ছিল সময়।
দিন গেল, রাত গেল
থেকে থেকে গল্পহীন।


কিন্তু হঠাৎ একদিন আবার দেখা মিলল
জীবনে জোয়ার নিয়ে আসা সে চাঁদটারই।
কিন্তু এই চাঁদের আলো এখন ভিন্ন;
এখন তা গাঁ ভেদ করে হৃদয়ে আঘাত করে;
জ্বালাপোড়া করে।
এই আলোতে স্পষ্ট হয়
সেই অন্ধকার স্মৃতির জাদুঘর।
আমার বর্তমানে
অতীত এসে মুখ থুবড়ে পড়ে;
আমার উপলব্ধি হয়
অতীত ব্যাথাদায়ক সে সুখের হোক
কিংবা দুঃখের;
কেবল আমাকে ফেলে দিয়ে যায় অতল গহ্বরে।
যেখানে আমি একা
আমি একা
আমি একা
আমি একা।