নিয়নের হলুদ আলোতে পথিকের মলিন ছায়া;
অন্ধকার ইশারায় বলে "পেছনে দেখো, তুমি একা!"
নদীর বুকের জোছনা বলে "তুমি রূদ্ধ;লোকালয়ে যাও, চন্দ্রালোকে নয়!"
মেঘের বিদ্যুৎ গর্জে বলে "তোমার আকাশ ফাঁকা,তুমি বিবর্ণ!"
সময়ের হাত স্বর্গের দ্বার করে বন্ধ;
নরকের উন্মোচনে অন্ধ;
অস্তিত্বে শুধু দ্বিধা আর দ্বন্দ্ব।