'তোমাকে ভালোবাসিনা' একথা সত্যি...
তবুও আমার প্রতিটি মূহুর্ত কেন জানি ’তুমি তুমি’ লাগে!
বসন্তের বাতাস যখন উত্তাল সাগরের ঢেউ হয়ে সজোরে আছড়ে পড়ে আমার দেহের কিনারায়__
তখন মনের জানালা জুড়ে কেবলই মনে হয়, কোথায় যেন তোমার গায়ের গন্ধ লেগে আছে...!
’তোমাকে ভালোবাসিনা’-একথা সত্যি...
তবুও অনেকের ভিড়ে আজও 'তুমিহীন' অযাচিত যন্ত্রণা অনুভব করি___
দিবসের কর্মব্যস্ততার পর, ক্লান্ত হয়ে ঘরে ফেরার পথে...
বিষণ্ণ সন্ধ্যায় হঠাৎ শুনি 'রবি ঠাকুরের গান'!
বাসের জানালা খুলে আকাশে যখন দেখি ধবল জোৎস্নার মুখ
সেখানেও লেগে থাকে তোমার দেয়া কলঙ্কের দাগ...!
'তোমাকে ভালোবাসিনা'-একথা সত্যি...
আজও আমার প্রতিটি নিঃশ্বাস নিতে প্রচন্ড কষ্ট হয়!
একাকী বিছানায় শুয়ে বুক চিরে কান্না আসে...
বালিশ ভিজে যায় দু'গন্ড বেয়ে ঝরে পড়া অশ্রুর জলে!
সারাটি রাত্রি ধরে ছটফট করে শুধু ভাবি-
'তোমাকে ভালোবাসিনা' বলেও
কতোটা ভালোবেসেছিলাম কোন একদিন...!