হায় হোসেন! হায় হোসেন!
হে শাহীদান, মুমিন, মুসলমান, মুসাফির কারবালা
জানে, আ'সমান জমিনের শান, হে নবীর দিল'ওয়ালা
আশুরার মাতম দ্যাখো, দ্বীন দুনিয়ার খুন জ্বলে...
তাজিয়া মিছিল, হে সাব্বির, শাহী 'দুলদুল' চলে!
মুহাম্মদের ফুল, হে হোসেন
সিজদা'য় মশগুল, হে হোসেন
জান্নাতী সরদার, হে হোসেন
বিশ্বাসীদের নূর, হে হোসেন
হে হোসেন! হে হোসেন!
মা ফাতিমা'র মানিক হোসেন
বীর আলির আ'ওলাদ, হে হোসেন
রাসূল সও'য়ারি, হে হোসেন
হায় হোসেন! হায় হোসেন!
হে হাবিব-ঈ-মোস্তফা, দ্বীন-ঈ-মোহাম্মদ জাহান....
মহরম করছে মাতম, লা'নত এজিদ না'ফরমান!
কূফাতে ধোঁকায় যারা ডাকলো তোমায়, হে সাব্বির
শিশু আসগর পিপাসায় কাতর বুকে বিঁধলো তীর!
শহরবানুর কান্না হোসেন
পুত্র আলির তেষ্টা হোসেন
যয়নব যে ডাকছে হোসেন
সকিনা মা কাঁদছে হোসেন
হে হোসেন! হে হোসেন!
আশিকী সেজদা, হে হোসেন
আব্বাস হায় ক্লান্ত হোসেন
শিশুর পিপাসায়, হে হোসেন
শহীদ-ঈ-কারবালা, হে হোসেন
হায় হোসেন! হায় হোসেন!
কোন্ কেয়ামত নামলো সেদিন, কারবালার ওই প্রান্তরে....
লক্ষ কোটি লা'নত এজিদ, শিমর রে তোর খঞ্জরে।
সেজদায় হায় কাটলো যে শির, সালাম তোমায় হে সাব্বির....
দ্বীন-ই-মুজাহিদ হে হোসেন, শহীদ-ঈ-কারবালা তকদির!
ইসলাম আজ জিন্দা, হোসেন
শহীদ খুনের নহর, হোসেন
মরেও তুমি অমর, হোসেন
হৃদয় কারবালা, হে হোসেন
বুক পাঁজরে মাতম, হোসেন
চোখের জলের সাগর, হোসেন
চলো কারবালা, হে হোসেন
হায় হোসেন! হায় হোসেন!