সক্রেটিস তাঁর শেষ বিচারের ভাষনে বলেছিলেন, "কবিরা প্রকৃতই অজ্ঞ! তারা ঈশ্বর প্রদত্ত শক্তি ও প্রেরণা থেকেই সবকিছু সৃষ্টি করেন... জ্ঞান থেকে নয়!"
আজ তাঁর মৃত্যুর প্রায় দু'হাজার চারশত বছর পর ফেসবুক কবিদের কবিতা দেখে অবশেষে বুঝলাম, সক্রেটিস কথাটি যথার্থই সত্যি বলেছিলেন!
কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য অথবা নিজের পান্ডিত্য জাহির করার জন্য নয়...
একজন নগন্য লেখক হিসেবে বলছি, তোমরা যে যাই কিছু লেখো.... একটাবার নিজের লেখাটার সার্বজনীন মান বিচার করে দেখো, তার সাহিত্য মূল্যের কথা ভাবো। আমরা লেখকরা যা লিখি তার অধিকাংশই ট্রাশ ছাড়া আর কিছু নয়! দু'একটা লেখা শুধু ওর ভেতর লেখা হয়ে ওঠে। বাকিটা আবর্জনা_____!
লেখা অনেক সহজ, কিন্তু স্বতন্ত্র লেখনীর মাধ্যমে চিরন্তন প্রতিষ্ঠা পাওয়া অকল্পনীয় কঠিন।
দু'কলম ফেসবুকে লিখে নিজের পয়সায় বইমেলায় বই ছাপানো কঠিন কিছু না__
কিন্তু, প্রকৃত সাহিত্যিক হওয়া অনেক কঠিন।
তার জন্য তপস্যা লাগে, একাগ্রচিত্তে কঠোর অধ্যবসায় এবং অনুশীলন লাগে।
ছোটবেলা আমার আব্বুর বাল্যবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ সামাদ চাচার একটি কবিতার বই পড়েছিলাম। বইটার নাম, "একজন রাজনৈতিক নেতার মেনিফেস্টো"।
বইটার একটা কবিতার লাইন ছিলো_____
"বাংলাদেশে কাকের চাইতে কবির সংখ্যা বেশি!"
ডিজিটাল ফেসবুক কবিদের যে আবর্জনা প্রতিটি মুহুর্তে ছড়াচ্ছে গুগল থেকে বাংলা একাডেমির প্রাঙগন পর্যন্ত_________
আমার মনে হয়না, খুব বেশি সময় লাগবে কবিতার চরণটা বাস্তবে রূপ নিতে_____
তাই, আর কিছু বলছিনা........