নীলগর্ভ তোমার নাম কবিতা
চিরহরিৎ উপত্যকা তোমার নাম কবিতা
মানুষ তুমি জীবন্ত কবিতা
পৃথিবী মহাকাল ভান্ডার
পৃথিবীর ওপার মহাভান্ডার
কালবেলা এসো না এই সরণিতে
বেলার আগেই হারিয়েছে সে সব!
তাকে জিজ্ঞেস করা হল -
তুমি তোমার বাবার নাম জানো?
তুমি তোমার মায়ের নাম জানো?
উত্তরে পাওয়া যায় -
বাড়ির কথা মনে নেই;
যাদের কথা বলা হল
তাদের ও দেখা পায়নি।
এ পৃথিবী বিচিত্র
দিয়েছে হাত ভরে কাওকে
নিয়েছে বুক চিরে কারো থেকে
আকাশের অবকাশে
তোমাদের আশা
ফিরে আসুক জাগ্রত তারা
তোমাদের চোখের লাল অংশের মাঝে বেঁচে থাকুক হাজারো ভালোবাসা।।