আমি তো তোমার বান্দা এক
চলেছি অচেনা পথে
পথ-মাঝে আমি চলছি যতোই
পড়ে যাই সঙ্কটে।

দুর্বল আমি দুর্বলতম,
প্রবল অন্ধকার-
গ্রাসিছে আসিয়া, ঘিরিয়া ধরেছে
মায়াময় সংসার!

পথের প্রান্তে রয়েছি দাঁড়ায়ে
পথের তো শেষ নাই,
মনযিলে আমি পৌঁছিতে প্রভু
তোমার সহায় চাই।

চেয়েছি কেবলি তোমার দিদার
চেয়েছি পথের দিশা,
মাঝপথে কেন আসলো আমার
কঠিন এ অমানিশা?

দুর্বল করে সৃজিলে আমায়
যদি গো হে মোর স্বামী,
বিভীষিকা হতে বাঁচাও আমায়
ওগো অন্তর্যামী।

সামনে মায়া, পেছনে মায়া
মায়ার জগতে হায়
তব কুদরতি নিশান দেখাও
ঘন কালো তমশায়।

হৃদ-মাঝে তব মায়ার চাদর
ঢেকে দাও, ঢেকে দাও।
অযাচিত যতো মায়ার কবর
রচে দাও, রচে দাও।।



সংসার = এই পার্থিব জীবন-বলয়।
মায়া = ভ্রান্তি।
মায়া = ভালোবাসা, প্রেম।