কলমিলতা কয় না কথা
কিসের ব্যাথা তাহার মনে?
মান করেছে, ভান ধরেছে
অভিমানী কাহার সনে?
কলমিলতা কয় না কথা
এই বেদনা কোথায় রাখি?
কান ধরেছি আর হবে না
ময়না টিয়া চড়ুই পাখি।
কলমিলতা জানিস রে তুই
তোর লাগি মোর পরাণ বাঁধা
মুখটা কালো করলে সেটা
সবচে বড়ো শক্ত ধাঁধাঁ।
কলমিলতা কিনতে হলে
তোর মুখের ঐ মিষ্টি হাসি
হাজার রাজার ধন ফুরাবে
হাজার তারা পরবে ফাঁসি।
কলমিলতা বল কখনো
মুখটাকে ভার করবি না আর
তোর জীবনের দুঃখগুলো
আমার সাথে করবি শেয়ার।
হারিয়ে যদি যাই কখনো
দূরে কোথাও অচিন দেশে
কলমিলতা কাঁদবিরে বল
আমার লাগি দিনের শেষে?
গাঁথবি বসে কাব্যগাঁথা
আমার লাগি তোর পরাণে?
বাসবি ভালো নয়ন পেতে
আকাশ বাতাস মর্ত্য পানে?