বুকের ভেতর হরেক কষ্ট,
ব্যাথার চিহ্ন হচ্ছে স্পষ্ট,
ব্যর্থ জীবন ক্রমেই নষ্ট,
ভ্রষ্ট পথেই চলছে হৃদয়।।

আনকোরা সব আবেগগুলো
আমার চোখে দিচ্ছে ধুলো
যন্ত্রণাতে স্বপ্নগুলো
খুব যে বড়ো ঝাপসা দেখায়।।

যেই বনেতে ঢুকতে মানা
কল্পনা দেয় সেথায় হানা
খানিক সুখের লোভের দেনা
মাগরিবেতে তাড়িয়ে বেড়ায়।।

যেই পাহাড়ে শাপ বিছানো
তার চূড়াতে সুখ জমানো
স্পর্শে হলো পাপ কামানো
পাপের বিষে বইছে শিরায়।।

এইভাবে আর ক’দিন যাবে
বুকটা থেকে সুখ পালাবে
দিবস রাত্র দুখ জ্বালাবে
উটকো স্মৃতির শুকনো গাদায়।।

ক’দিন যাবে খাঁচার ভেতর
বাঁচার তরে সাজবো ইতর,
কপট সুখের সুখ মন্তর
সমাজ সভায় জপতে থাকায়।।

আর কতোদিন উপোস রবো
ঊষর জমিন সেঁচেই যাবো
সুখটা বুনে দুখ ফলাবো
নি’ফল ব্যাথার শস্যদানায়।।