সবচেয়ে যে বেশি গাল চিরে—পরিচয় : সঙ;
রঙ মাখে সারা গায়ে—লাল, সাদা, নীল—
কিন্তু আহা, তার মনের সত্যিকার রঙ
ধরাছোঁয়ার অতীত—পাই কী দারুণ মিল
তার সাথে একজনার; বলতেছি কথা যার—
কী চমত্কার সে হাসায় ও হাসে, ফরাশে—
লুটোপুটি খাওয়ার অবস্থা হয়ে যায়, আর—
শত শত রসে ভরা কৌতুক বলা শেষে
ভাঁড়টার বেড়ে যায় মনোভার; মনে পড়ে যায়
কবেকার পুরনো জ্বালা ও ব্যথা—যদিও তারা
আড়ালে যায় মিলিয়ে—মুহূর্তে অজানায়—
তবু, পিল পিল করে ফিরে আসে, যেমন তারারা
পরে শুধু ক্ষণিকের অন্ধকার মুখোশ; মগজে—
একবার যে ছুরি হেনে যেতে পারে, তার নাম
গেঁথে রয়—গেঁথে থাকে সহজে;
জানি, স্মৃতিরা ফাঁপা, অশ্রুময়—নেই কোনো দাম