সেখানে মৃত্যু যেন নব গুলবাগের পয়দা-পয়গাম,
শুকনা জমিন তাকে আশেক জেনে ভালোবাসে—
সেখানে কঙ্কাল-খুলি ধুয়েমুছে গিয়ে চমকায় নাম,
ধ্বংস-বিরোধী যে—ইশকের বারতা বিলানো শেষে

বিশ্রামে মজেছে সে রূপঙ্কর, পথিক, অশান্ত দিল্—
শতাব্দীর বিনিময়ে হয়েছে তার জিন্দিগির নিলাম,
কোথাও হায়াত তার বদনে হয়ে নাকি ছিল আঁচিল—
সে কী গায়ক খোদার? সে কী তার খাস মেহমান?

জবাবে রোদ ঝরে—বিক্ষুদ্ধ হয়ে উঠে গরজে আরশ,
একাই সে শুষে নিতে পারে হাসিন, সূর্যাস্ত, মাগরিব—
অগণিত অন্তর তার নীব করে নিছে অনায়াসে বশ,
যে-ই তার যিয়ারত কামনা করে যেন সে-ই গরিব