এইবার ডেকে আনো তাকে,
আনো, আনো- সে পালিয়ে গেল কোথায়?
পলাতক তাকে আজ ধরে আনা যায় নাকো
ত্রস্ত পৃথিবী কেবল তাকেই চায়।

ভোরের পাখির সুরে মেশে রাতের হাহাকার
উৎসবের মাঝেও হায় মানুষের কান্না,
ক্ষতের গায়ে করে আঘাত বারবার
রক্ত দিয়ে সারে নিত্য রান্না।

মুখে মুখে এ কেমন অদ্ভুত হাসি
যেন লালায়িত কোনো হিংস্র পাষাণ,
গলাকাটা লোকের শাস্তি আজ ফাঁসি
নবীনের হৃদয় যেন নির্লিপ্ত ম্লান।

বসন্তে ডালে ডালে ফোটে মরা ফুল
আগুনকে পোড়ায় মনের জিঘাংসা,
কোথায় গেল প্রীতি?—ধরণী আকুল,
আকাশে আকাশে শুধু শকুনের বাসা।