আমায় বন্ধু কইরা পর
         বান্দিয়াছো নতুন ঘর
এতো পাষাণ হইবা জানতাম না নিঠুর বন্ধু মোর
তুই যে আমার অন্তরের-অন্তর।  

আমায় কতো স্বপন দেখাইয়া
           কাইরা নিলা হিয়া
ভেবেছিলাম থাকবো জীবনভর ;
এখন বিষ ঢালিয়া বাগানে থাকো বন্ধু বিজনে
করলে আঘাত কলিজার ভিতর , নিঠুর বন্ধু মোর

আমার দিনরাত্রি সবই একই
তোরে বন্ধু ক্যামনে দেখি
     স্বপনে তাই রেখেছি খবর ;
আছিস'রে তুই অনেক ভালো আমার জীবন এলোমেলো  ,
তাইতো আজি হয়েছি বিভোর ,  নিঠুর বন্ধু মোর

তোমার কতো স্মৃতির বন্ধন
হইলো চোখের ক্রন্দন
  জীবন আমার হইলো বালুচর ;
বিরহী তানভীরে কয় এত দুঃখ ক্যামনে সয়
জ্বালাইস না কর একটু সমাদর , নিঠুর বন্ধু মোর।


     তাং ২৪/০৯/২০১৮ ইং