জানতে চাওয়ার এমন অনেক হাজার প্রশ্ন
খোঁজে ক্লান্ত জীবন
বলো কার কাছ থেকে বা কেমন করে জানবো ,
কে-বা দিয়ে যাবে তার উত্তর ;
এই সমাজই তোঁ আজ ক্ষমতার কাছে হয়ে আছে জিম্মি ,
মানবতার কাঠগড়ায় টেকানো দাঁড়ালো অস্ত্র ;
কে করবে কার বিচার সর্বত্র'ই ব্যভিচারে ঘনিষ্ঠ ,
শোন বিধি শোন , অন্তরের অভিশাপ শোন।
ক্ষমতার দাপটে সাদাকে-কালো আর কালো টাকার সুবাসে মুখে কসটেপ লাগিয়ে...
বন্ধ করেছো কিছু সমুচ্চ নির্লজ্জ সমাজপতির মুখ ;
আর তাতেই করেছ অন্যায়ের কাছে ন্যায়ের পরাজয়-
মিথ্যের কাছে সত্যের ,
অন্ধ হয়ে যাওয়া বিবেকের কাছে
কি রাখবো প্রশ্ন ,
আর পারছি না সইতে বিধি , এই সমাজ পচা দুর্গন্ধ
শোন বিধি শোন , অন্তরের অভিশাপ শোন।
তাং ২৬/০৬/২০১৬ ইং