নন্দ বাবুর স্বপ্ন
____________________
তানভীর আহমেদ (মুসা)
মন্দ স্বভাবের ঐ নন্দ বাবু'র
মতলবের নাই কভু শেষ ,
গুন গুন গুন করে সারাক্ষণ
কথায়-কাজের নাই কোন লেশ ।
স্বপ্ন তাহার সীমাহীন সু-বিশাল
যায় যে আকাশ ছাড়ি ,
আর্থিকভাবে দুর্বল হলেও
রূপসজ্জাতে নাই কভু আড়ি ।
রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নে
সর্বক্ষণিক রয় সে বিচলিত ;
এই নিয়ে হাজারো প্রচেষ্টা তার
সবকটিতেই কেবল হয়েছেন ব্যর্থ ।
অনেক দেনা মানুষের কাছে
তবু থাকেন সদা হাসি-খুশি ;
কাজের বেলায় নানান অজুহাত
খাওয়ার বেলায় নাই কভু আলসি।
তাং ২৯/০৮/২০১৭ ইং