অবাধ্য নয়নে আজ্ বইছে 'রে-বারী
ধৈর্যের বাধ মোর গিয়াছে ,
সর্বত্র ছাড়ি ;
শ্যামও যাতনায় জ্বলে-পুড়ে হয়েছি ছাই ,
তোমা বিনে ওহে মালিক আমি
কাহারে শুধাই্ ;
আমার এ দিল-দরিয়ার আহাজারি ।
তপ্ত বিষাদে সিক্ত পথ আমার
' রিক্ত-মনে ,
- প্রত্যহ প্রশান্তি 'র পথ খুঁজেফিরি ;
সদাই ডুবেছি দুর্ভাবনার অন্তরালে
স্মৃতির প্রহারে ----
কলিজা মোর যাচ্ছে 'রে ছিঁড়ি ।
যাপিত জীবনে অসহনীয় যাতনা'য়
বিতৃষ্ণায় আজ
চাহি মুক্তির কামী ;
খুব একটা ভালো নয়রে ....
আমিও - আমার , নৈঃসঙ্গ্য নগরী ।
তাং ১২/১১/২০১৮ সাল