আমি আর কখনও...
স্বপ্নের ধ্যুলিমাখা পথে " তোমাকে খুঁজবো না ,
            " জানতে চাইবো না "
তুমি কোথায় আছো - কেমন আছো ;
তোমার ভাবনায় ,
আমি আর এতটা ব্যথিত হবো না  , যতটা ব্যথা আমাকে দিয়েছো ;
হ্যাঁ সত্যি বলছি , তুমি দেখে নিও ।

আধ জ্বলা সিগারেট...
আর খুব নীরবতায় তোমাকে ভেবে " নিজেকে আর ক্কখনো হারাবো না ,
শূন্যতার যন্ত্রণায় জন্ম নেয়া ঘৃণায় " আজ ভরে গেছে হৃদয়ের শূন্যস্থান ;
--------------------------
পিঠ ঠেকেছে দেয়াল!  পুড়েছে কপাল!
কেটে গেছে তোমার সমস্থ মিথ্যে ভালোবাসার মায়াজাল -------
জানিস ....
বদলে নিয়েছি এই আমার আমিকে ,  পথ খুঁজেছি নতুন অঙ্গিকার
হ্যাঁ সত্যি বলছি ...তোর মিথ্যে ভালোবাসা জুড়ে শুধুই ঘৃণার পাহাড় ।

খুঁজবো না ---------
হ্যাঁ আর কখনো রোজ জ্যোৎস্নাময়ী নিশিতে,
আকাশ পানে চেয়ে  "
ঐ হাজারো তারার মাঝে ..........
------------তোমাকে খুঁজবো না,
আর কখনও হাটবো ও না
তোমার যাওয়াআসা ঐ পথে পায়ের চিহ্ন ধরে!  
নিরবে অনুভবে আর ক্কখনও " খুঁজবো না, তোমার সুরেলা কন্ঠে আমার কবিতা,
খুঁজবো না , তোমার শরীরে মাখা ঐ গন্ধটাও ।

আমি আর কখনও ...
ভুল করে ভুল ক্রমেও -------
অতীতের অতিথি স্মৃতিদের ডেকে এনে যাতনার বৈশ্বানরে জ্বলবো না--------------------
"আর ক্কখনো রাত জেগে  " মিথ্যে স্বপ্নে চোখদুটি ভেজাবো না ,
তুমি দেখে নিও---------
আমি অদৃষ্টে হারবো ;
আমি তোমার স্মৃতির বিরহে সহজে হারবো না ,
---------------খুঁজবো না ,
আমি আর কখনো ....
স্বপ্নের ধ্যুলিমাখা পথে তোমাকে খুঁজবো না ;
সত্যি বলছি খুঁজবো না।