দুরন্ত পথে ছুটে চলেছি --
                ---- সবুজে মাখা আমার
ঐ মায়াময়ী সেই সোনালী গ্রামে ।
কতদিন হলো দেখিনা
মাটিমাখা আদুরে সেই মমতাময়ী গ্রাম
এই অন্তর তা জানে ।

কৈশরকালে গোসল করিতাম ---
                       ------  উল্লাসিত হয়ে
        গায়ের সেই গোলা নদীর জলে ,
আজ কেবল সবকিছুই স্মৃতি
           এই ধূসর শহরের কোলাহলে ।

কতদিন শুনিনী. শীতল স্পর্শতা
             ভোরের মাধুর্যে -পাখির মধুর সুর ,
কতদিন হলো দেখিনা------
           -----খোলা আকাশে দলজোট পাখি
                 সোনালী রোদ্দুর।

কতদিন হলো দেখিনা----
                    --------বসন্ত গোধূলীবেলা
             গায়ের মেটোপথে, যেতে গরুর গাড়ি ,
কতদিন হয়ে গেলো দেখিনা
       গোবর কুঁড়াতে,গায়ের মাঠে সেই নর-নারী ।

কতদিন হয়ে গেলো শুনিনী --------
                    --------মেঘলা দিনে আলসে
     মামার মুখে রঙ্গিন স্বপ্নের কথা ,
কতদিন হয়ে গেলো পাইনি ---------
                  ------ আজও দোতারা হাতে,
উদাসী বাউলের দেখা ।
  
কতদিন হয়ে গেলো ---------
       -------- শুনিনা'রে আরএকত্রে গাইতে
গায়ে গাজিরপালা ,
কতদিন হলো দেখিনা'রে
        পালকি ছড়ে, নববধূর মলিন বদনখানা ।

কতদিন হয়ে গেলো ------
         -----   পাইনা এখন আর গায়ের সেই
প্রাণ জুড়ানো তামুকের গন্ধ  ,
কতদিন হলো!
        দেখিনা'রে
              নন্দবাবুর হিসেব নিয়ে, জটালো দ্বন্দ্ব ।

কতদিন হয়ে গেলো ---
            --------খেলিনা'রে, গোল্লাছুট-নন্দাই
           আর বৃষ্টিতে ভিজে- কাঁদা ছুড়াছুড়ি ,
কতদিন হয়ে গেলো ------
          হয়না উড়ানো
                ----একসাথে মিলে কাগজের ঘুড়ি ।

কতদিন হয়ে গেলো'রে,
       কতো'ই না স্মৃতি-------
                ----- এই হৃদয়ে রয়েছে গেঁথে ,
কতদিন হয়ে গেলো -----
তবু -
         জানা হলো না'রে
আমার সেই আদুরে-- মমতাময়ী গ্রাম
              আছে ভালোয় না মন্দে ।

সাংগঠনিক সম্পাদক ,
তানভীর আহমেদ (মুসা)
রংধনু সাহিত্য পরিষদ , নবীগঞ্জ।