মাঝে মাঝে ,
-- হ্যাঁ মাঝে মাঝে
আমার এমনটা হয় কেন , বুঝিনা ;
মনে হয় ...
মনে হয় বুকের ভিতর কলিজাটা কেউ , দাঁড়ালো কোন অস্ত্র দিয়ে টুকরোটুকরো করছে ,
যন্ত্রণায় পুড়া দেহটা ইচ্ছে করে তখন ,
জ্যান্ত মাটি চাপা দিতে
এতটাই কষ্ট হয় তখন ,
যা কাওকে কোনদিনও বুঝাতে পারবো না ।
আজকাল ...
আজকাল আমি খুউব বেখেয়ালি ,
কখন কি করতে হয় , সব ভুলে যাই ,
ঠিকঠাক কারোর সাথে , কথাও বলতে পারিনা ,
কারো কোন প্রশ্নের উত্তর দিতে যেয়ে , থমকে যাই
আসলে ....
আমি তখন প্রশ্নটাই ভুলে যাই!
জীবন একসময়
আমাকেও অনেক হাসিয়েছে , অনেক আনন্দ দিয়েছে , কিন্তু ....
কিন্তু হঠাৎ বইয়ের পৃষ্টার মতো , সবকিছু ওলটপালট হয়ে যাবে , কখনো ভাবিনি ;
আজ কোথায় আমার সেই হারানো দিনগুলো , যেখানে ছিলনা কোন নিঃসঙ্গতা
ছিলনা বুকে পাহাড় জমা হাহাকার ,
ছিলনা জীবনের প্রতি এতটা ঘৃণা
ছিলনা স্মৃতির অমানবিক অত্যাচার ;
জীবনের বড় স্বার্থপর হলো " সুখ " যখন আসে বুঝাও যায়না কিন্তু ....
যখন চলে যায় শতো কাঁদলেও ফিরে আসেনা
হয়তো এরই নাম জীবন ।
তাং ০৯/০৮/২০১৮ ইং