মিথ্যের গেঁড়াকলে ভেঙে গেছে অনন্ত ধৈর্যের বাঁধ
হারিয়ে গেছে সেই নির্মিত পূর্ণ বিশ্বাস ,
রোলারে পিষ্ট হওয়া পাথরের ন্যায় বিলীন হয়ে গেছে অবিশ্রান্ত হৃদয় ;
আজ আমি অবিরাম অগোচরে ভাষাহীন বোবা পাখির মতো অশ্রুভেজা চোখে
বিরামহীন জ্বলছি।
হ্যাঁ আমি জ্বলছি ,
জানি একদিন নিভেও যাবো , আর হারিয়ে যাবো নিবিড় অন্ধকারে!
তবে আজ যে নিরব হাহাকার আর
শূণ্যতার যন্ত্রণা আমার রিক্ত মনে তপ্ত বিষাদের আগুন জ্বালিয়ে
যে সুখে তুমি ভাসছো মনে রেখো ,
একদিন তুমিও ঠিক , আমার না হয় অন্য কারো অভাবে জ্বলবে ,
খুব জ্বলবে।
তাং ১১/০৩/২০২০ ইং