নারীতে আছে মাতৃত্ব
             নারীতে ভরা প্রীতি ,
নারীতেই হয় যোজিত
               নারীতে ঘটে ইতি ।

নারীতে আছে উত্থান
              নারীতে আছে পতন ,
নারীতে আছে প্রণয় সিন্ধু
               নারীতে আছে রতন ।

নারীতে আছে ব্যাপ্ত আশা
                নারীতে সুখের লহর ,
নারীতে আছে প্রলয়লীলা
                  নারীতে বিরহানল ।

নারীতে আছে প্রশান্তি
               নারীতে আছে ক্ষয় ,
নারীতে আছে প্রতিপত্তি
                     নারীতে বিজয় ।

নারীতে আছে পরমতত্ত্ব
              নারীতে স্বপ্ন-সঞ্চয় ,
নারীতে আছে বেঘোর-দশা
              নারীতেই দৃঢ় প্রত্যয় ।

নারীতে আছে রসরঙ্গ
                নারীতে আছে ছল ,
নারীতে আছে পরাজয়
                    নারীতে বিহ্বল ।