অণু কবিতা (২)

তানভীর আহমেদ (মুসা)

বিষাদের প্রলয় ঝড়ে হঠাৎ জীবনে
         নেমে আসে অন্ধকারময় রাত ;
বাঁচার জন্যই মানুষ খুঁজে তখনি
                  আরেক মানুষের হাত।