অণু কবিতা (১)

অসংগতভাবে হত্যাযজ্ঞে
         রক্তের বন্যায় ভাসছে
                  লাশ ;
     মানবতা মর্গে শায়িত
         বিবেকবোধের বনবাস ।

তানভীর আহমেদ (মুসা)