আমি ভীষণ ক্লান্ত
তানভীর আহমেদ (মুসা)
আজ আমি ক্লান্ত ,
অশান্ত এ পৃথিবীর বুকে দূর দিগন্তে ছুটে চলা পাখির মতো একমুঠ সুখের অভিলাষে
কিছু দুর্লভ স্বপ্নের কাঠাতারে ভুল করে পা-পিছকে
হৃদয় করেছি ক্ষত-বিক্ষত ;
অনায়াশে নিভৃতে মেনেছি এ হার হয়েছি অস্তিত্বহারা হারিয়েছি গন্তব্য ,
সত্যি বলছি ,
আজ আমি ভীষণ ক্লান্ত
অতীতের ধূসর স্মৃতি'রা ফেরারী আসামীর মতো আমাকে পালাক্রমে করেছে রক্তাক্ত ,
এখনো.....
এখনো পালিয়ে'ই বেড়াই ,
এখন আর ভালোমতো দুচোখ ভরে কখনো ঘুমোতে পারিনা
অজানা আতংকে ,
কেউ বলতে পারো ,
কোথায় গেলে হবো প্রশান্ত ?
সত্যি বলছি আজ আমি ভীষণ ক্লান্ত-অবিশ্রান্ত।
আমার এ অবাক করা চোখে আর অবাক হওয়ার মতো কিছুই পড়ে না
হতবাক দৃষ্টিকোণে বহ-মান শ্রবাণধারা ;
দূর-বহুদূর দুর্লঙ্ঘ্য পথ সীমান্ত অতিক্রম করে এতোটা পথ পেরিয়ে এসে
মনে হচ্ছে , জীবনটা এক জটিল গোলকধাঁধা ;
হঠাৎ নিভে যাওয়া দীপ থেমে যাওয়া গাড়ির মতো এভাবে
স্বপ্নময় জীবনের রাস্তা হারিয়ে
আজ আমি সত্যি নির্বোধ স্তব্ধ!
সত্যি বলছি , আমি ভীষণ ক্লান্ত-অবিশ্রান্ত ;
যে রোগে হয়েছি আক্রান্ত , জানি মৃত্যু অনিবার্য!
তবু হেসে যাই মিথ্যে করে লোকালয়ে , ভেসে বেড়াই মনের অগাধ তৃষা নিয়ে
মায়ের কুলে ভাষাহীন ঐ ছোট্ট শিশুটির মতো ,
চিৎকার করে বলতে চাই অনেক কিছু
কিন্তু বলতে পারিনা ,
দাতে-দাত ঘেষে বুকে পাথর বিঁধে নিরবে সহ্য করে বিষণ্ণতায় পথ হয়েছে ঘন-আচ্ছন্ন ;
সত্যি বলছি , আজ আমি ভীষণ ক্লান্ত-অবিশ্রান্ত ।
তাং ২২/০৮/২০১৭ ইং