নিশ্চয়ই আভাব আছে;
অনন্তকাল-ই তা থাকবে,
প্রত্যেক মানুষ-ই অভাবী;
কোনো না কোনোভাবে।।
পকেট জুড়ে-ই থাকুক তা,
মানুষের অন্তরে অন্তরে,
তুমুলতায় ছুটুক আনন্দধারা–
রক্ত ছুটে যেমন করে।
শত অভাবের মাঝেও যারা
করতে পারে সুখের অভিনয়,
জীবনে তাদের থাকতে পারে না
কোনোকিছু হারানোর ভয়।।
______________
২৭/০৫/২০২১🖋️
উৎসর্গঃ Sahinur Rahman