ওরে আমার লক্ষ্মী মা, আমার জাদু সোনা,
     তুই যে বেঁচে থাকার বিন্দু বিন্দু রক্তকণা।
     মানুষের মতো মানুষ হয়ে; হও অনেক বড়
     তোর জন্মদিনে মনে প্রাণে করি এই কামনা।

       আল্লাহ তোরে আমার ঘরে
       আনন্দেরই ফুল বানিয়ে করলো যে দান,
       আঁধার ঘরে আলো এলো,
       দুঃখ সব হারিয়ে গেলো– তুই মোর প্রাণ।

       হাজার বছর থাকরে তুই এই ধরাতে বাঁচি
       আল্লাহর কাছে অবিরত এই করুণা যাচি।
--------------------------------------------
১৬/০৮/২০১৫🖋️                
উৎসর্গঃ তাস (কন্যা)